ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আনিস ও আলম নামে দুই সহোদর ভাইকে দীর্ঘ ২৮ বছর পর রোববার (২ জুলাই) সকালে ভালুকার মাহমুদপুর মুখীর ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
দুপুরে ভালুকা থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা উপজেলার চান্দরাটি এলাকার মৃত চেরাগ আলী ফকিরের ছেলে।
পুলিশ জানায়, হত্যার শিকার কালু ফকির (৫০) ও ওই দুই আসামি পরস্পরের আত্মীয়। ১৯৯৫ সালে দুপক্ষের মধ্যে এলাকায় জমিজমার ভাগাভাগিকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। এর জেরে ওই বছরের ১৮ জুলাই কালু ফকিরকে আসামি আনিস, আলমসহ কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় তার স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে মোট ৯ জনের বিরুদ্ধে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। অপরদিকে এ মামলায় চলতি বছরের ১৩ জুন আসামি শাহজাহান ফকির, মো. আনিস, মো. আলমকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া বাকি ৬ আসামিকে খালাস দেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি শাহজাহান ফকিরকে গত বুধবার গফরগাঁও উপজেলার কুর্শাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-১৪।