জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে রেজাউল ও মনিরুজ্জামান নামে দুই আসামী। ৪ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেলে ৬ আসামীকে আদালতে তোলা হলে আদালত ১৬৪ ধারায় ওই দুইজনের স্বীকারোক্তি রেকর্ড করে সবাইকে কারাগারে পাঠায়।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, ৪ দিনের রিমান্ড শেষে নাদিম হত্যা মামলার ৬ আসামী মো. রেজাউল করিম, মনিরুজ্জামান মনির, মো. গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন, তোফাজ্জল ও আইনালকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে তোলা হয়।
এসময় রেজাউল ও মনিরুজ্জামান মনির নাদিম হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে আদালত ১৬৪ ধারায় তাদের জবানবন্দী রেকর্ড করে। পরে সকল আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।