নৃতাত্বিক জনগোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহের গৌরীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৪ টি পরিবারের মাঝে হাঁস-মুরগির পালনের জন্য ২৪ টি ঘর প্রদান করা হয়েছে।
এছাড়াও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ জন ঘাস চাষির প্রত্যেককে পাঁঁচ হাজার টাকা করে প্রণোদনা দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী ফৌজিয়া নাজনীন উপকারভোগীদের মাঝে ঘর ও প্রণোদনার অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. হারুন অর রশিদ। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, প্রাণিসম্পদ সম্প্রারণ অফিসার ডা. মোঃ আসমাউল ইকবাল মৃদুল প্রমুখ।