জলাবদ্ধতা নিরসনে পুরো সিটি করপোরেশনকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেন, সড়ক ও ড্রেনের চলমান কাজগুলো সম্পন্ন হলে সিটিতে যোগাযোগ অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এবং জলাবদ্ধতার অবসান হবে।
বুধবার (২১ জুন) দুপুরে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন সিটি মেয়র। এ সময় তিনি আকুয়া মোড়ল পাড়া হাবুন বেপারী মোড় থেকে পূবের মোড়ল বাড়ী, আকুয়া মোড়ল বাড়ী থেকে আকুয়া নয়া পাড়া খালপাড়, আকুয়া নয়াপাড়া থেকে মোড়ল বাড়ী মসজিদ, আকুয়া মোড়ল বাড়ী মসজিদ থেকে সচিবের বাড়ী, আকুয়া মোড়লপাড়াসহ বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মেয়র টিটু আরও বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিপুল উন্নয়ন কার্যক্রম চলছে। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না এলে চলমান এসব কাজ অনেক আগেই সম্পন্ন হত।
এ সময় তিনি চলমান কাজগুলোর জন্য সাময়িক নাগরিক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন এবং নগরবাসীকে ধৈর্য ধরার আহবান জানান। পরিদর্শনকালে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুল হক, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মসিক সূত্র জানায়, সড়ক ও ড্রেন নির্মাণে ২৭ নম্বর ওয়ার্ডে বর্তমানে প্রায় ৪৫ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের মধ্যে বর্তমানে প্রায় ৭০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে।