1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

বাইক কবর দেয়ার ঘটনা সত্য নয়, সাজানো ভিডিও কনটেন্ট

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩

শ্বশুরবাড়ি থেকে পছন্দের মোটরসাইকেল না পেয়ে রাগের বশে একটি মেট্রোবাইক কবর দিয়েছে এক নতুন বর। এমন তথ্য-ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে এই তথ্যটি সঠিক নয়। এটি দুই কনটেন্ট ক্রিয়েটরের সাজানো নাটক। ভাইরাল হওয়ার আশায় এমনটি করেছেন আকিকুল বাশার ও ইলিয়াস আহমেদ নামে দুই যুবক।

বাইকবিডি নামের একটি গ্রুপ থেকে ভাইরাল হওয়া একটি স্ট্যাটাসের সূত্র ধরে ঘটনার খোঁজ নিতে গিয়ে জানা যায়, মেজো ভাই নামে একটি পেইজ থেকে দুই দিন আগে প্রকাশ করা একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখানো হয়, একটি মোটরসাইকেল কবরস্থ করা হচ্ছে। কারণ শ্বশুরবাড়ি থেকে পছন্দের বাইক পাননি আকিকুল নামে ওই যুবক। তাই তিনি ক্ষোভে মোটরসাইকেলটি কবরস্থ করেন। এমন আরও অনেক কথা বলা হয়েছে ভিডিওতে। সেই ভিডিওটি দুই দিনে এক কোটি ২০ লাখ মানুষ দেখেছেন। মন্তব্য করেছেন ৫৪ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী৷ যাদের প্রায় সবাই সমালোচনামূলক মন্তব্য করেছেন।

পরে শুক্রবার আরও একটি ভিডিও আপলোড করা হয়েছে ওই পেইজ থেকে। সেখানে মূল ঘটনা খোলাসা করেছেন আকিকুল ও ইলিয়াস নামে ওই কনটেন্ট ক্রিয়েটর। আকিকুল বাশার বলেন, আমরা বিডি আকিকুর ও মেজো ভাই পেইজে নিয়মিত কনটেন্ট আপলোড করে থাকি। সেই ধারবাহিকতায় বাইক নিয়ে একটি ভিডিও বানানো প্লেন করি। আসলে ওই বাইকটি আমি বিক্রি করে দিয়ে নতুন বাইক কিনেছি। বিক্রির আগে বাইকটি পুতে ফেলে ‘গর্ত থেকে কিভাবে বাইক পেলাম’ এমন একটি ভিডিও বানাই। তবে সেটি ভাইরাল হয়নি। পরবর্তীতে মেজো ভাইকে (ইলিয়াস) নিয়ে চিন্তা করলাম কিভাবে ভিডিওটা ভাইরাল করা যায়। পরে যৌতুককে কেন্দ্র করে বাইক কবর দেয়ার ঘটনা সাজানো হয়। আমি আসলে বিয়েই করিনি।

ইলিয়াস বলেন, ভাইরালের আশায় এই ভিডিওটি বানানো। কারণ মানুষ নেগেটিভ বিষয় দ্রুত গ্রহন করে। মূলত মজা করেই ভিডিওটি বানানো হয়েছে। এখন সেটি ভাইরাল হয়ে গেছে।

বিষয়টি সাজানো কনটেন্ট হিসেবে খোলাসা করলেও এমন মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কমেন্টে নেতিবাচক মন্তব্যই করছেন নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩