দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম।
বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় দুর্বৃত্তরা নাদিমের উপর হামলা চালায়। লোকজনে উপস্থিতি টের পেয়ে সাংবাদিক নাদিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে ঘটনাস্থল ত্যাগ করে দূর্বৃত্তরা।
স্থানীয় সাংবাদিক লালন জানান, পেশাগত কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে একদল দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর আহত ও অজ্ঞান করে টেনে হিঁচড়ে নির্জন স্থানে ফেলে রাখে যায়।
সাংবাদিক নাদিমকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। তবে নাদিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানায়, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত রেজাউল নামে একজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে। বাকীদের খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।