‘বালুমহাল ব্যবস্থাপনায় চাই আইনের কার্যকর প্রয়োগ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে এ উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে অধ্যাপক কায়েদ-উজ-জামান, একেএম আশরাফুজ্জামান স্বাধীন, অ্যাডভোকেট ইউসুফ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে বালুমহাল ব্যবস্থাপনা, খরা ও মরুকরণ প্রতিরোধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচীতে সনাক ও ইয়েস সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, ১৭ই জুন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ও বিভিন্ন দেশে বিশ^ খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস পালিত হয়।