রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮০০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও ধানের বীজ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে অতিথি থেকে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করেন।
প্রণোদনায় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুুফার আনজুম পপি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহাম্মদ মিলন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।