রাজধানীসহ সারা দেশে তাপপ্রবাহ আর বাড়ার কোনো সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন রাজধানীসহ দেশে মাঝারি এবং দেশের দক্ষিণ-দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতেই কমে যাবে গরম।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগে বৃষ্টি হওয়ার ফলে এরই মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। সারা দেশে দুই একদিনের মধ্যেই মৌসুমি বায়ু সৃষ্টি হয়ে যাবে, শুরু হবে বৃষ্টিপাত। জুনের মঝামাঝিতে শুরু হবে বর্ষাকাল।
রাজধানীতে আজ বৃহস্পতিবার সকালে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অংশে এই বৃষ্টি বাড়তে পারে। আর এতে গরমও খানিকটা কমতে পারে।
এদিকে আজ সকাল ৯টা থেকে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হতে পারে। সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৯টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।