রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি ও চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এ বিষয়ে দুপুরে গণমাধ্যমকে করা ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জুন) বসুন্ধরা আই বক্লের নতুন বাসায় স্প্রে করার জন্য পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা এসে কীটনাশক দিয়ে যান। এর নয় ঘণ্টা পর পরিবারের সদস্যরা বাসায় ঢুকে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ জুন) ভোরে শাহিল মোবারত জায়ান (৯) মারা যায়। শিশুটির দাফন শেষ করে আসতে না আসতেই রাত ১০টায় বড় ছেলে শায়েন মোবারত জাহিনও (১৫) মারা যায়।