সারা দেশে ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এরমধ্যে তীব্র তাপপ্রবাহ বইছে রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে। চলমান এ তাপপ্রবাহ আরও ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু অবস্থান করছে। যার প্রভাবে আগামী কয়েকদিন চট্টগ্রাম ও সিলেটে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে বৃষ্টি শুরু হবে ১২ জুনের পর।
রাজশাহী, পাবনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম অনুভূত হচ্ছে বেশি।
তবে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, তাই সেখানে তাপমাত্রা কিছুটা কম। বুধবার থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামি তিন দিনের মধ্যে সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে, ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সিলসিয়াস। এ ছাড়া সারাদেশে দিন ওবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।