ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ মে) বেলা বারোটার দিকে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছাত্তার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছাত্তার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ টুর্নামেন্ট দেশে ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো। সুস্থ দেহ মানেই সুস্থ মন। এসময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা করেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নীলুফার হাকিম। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা। ঈশ্বরগঞ্জ পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী খেলায় কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।