সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।
শনিবার গৌরীপুরের শ্যামগঞ্জ ও দুর্গাপুর সড়কের বিভিন্ন পয়েন্টে এই সংগঠনের সদস্যরা লিফলেট বিতরণ এই কর্মসূচি পালন করে।
এসময় সংগঠনটি সড়কে ওভারলোড গাড়ি চলাচল বন্ধ, ভেজা বালুবাহি ট্রাক চালকদের গতি নিয়ন্ত্রণ করে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, অসাধু ব্যবসায়ী ও চালকরা বেশী লাভের আশায় ট্রাকে ধারণক্ষতার চেয়ে অতিরিক্ত ভেজা বালু বহন করায় সড়কের ক্ষতি হচ্ছ অন্যদিকে বেপোরোয়া গাড়ি চালানোর জন্য সড়কে দুর্ঘটনা ঘটছে। তাই আমরা সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছি।
কর্মসূচিতে অংশ নেন শেখ বিপ্লব, সুপক উকিল, হুমায়ুন কবির সুমন, আব্দুর রকিব সোহাগ, শংকর ঘোষ পিলু, নয়ন বিশ্বাস, তৌহিদুল আমিন তুহিন, কামাল তালুকদার, সাগর ঘোষ, মোহাম্মদ মোস্তফা, শাহেদ মুন্সি, আবুল বাসার রিপন, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।