1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

চলন্ত উড়োজাহাজের দরজা খুললেন যুবক, যাত্রীরা অজ্ঞান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩

দক্ষিণ কোরিয়ায় এশিয়ানা এয়ারলাইনসের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে চলন্ত উড়োজাহাজের ‘জরুরি দরজা’ খোলার ঘটনা ঘটেছে। ওই দরজা খোলা অবস্থাতেই উড়োজাহাজটি আজ শুক্রবার দেগু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। উড়োজাহাজটি জেজু দ্বীপ থেকে যাত্রা শুরু করেছিল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যাত্রা শুরুর এক ঘণ্টা পরই এক যুবক উড়োজাহাজের ‘জরুরি দরজা’ খোলেন। এ সময় উড়োজাহাজটি ভূপৃষ্ঠ থেকে ২৫০ মিটার ওপরে ছিল। এ ঘটনায় উড়োজাহাজের ১৯৪ আরোহীই বেঁচে আছেন। তবে অনেকেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। শ্বাসপ্রশ্বাসে সমস্যা হওয়ায় অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি দরজা খোলার ঘটনায় অভিযুক্ত যুবককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই যুবককে কেন থামানো যায়নি, এ বিষয়ে অন্য যাত্রীরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ওই সময়ে উড়োজাহাজটি অবতরণ করছিল। ওই যুবক উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়ার চেষ্টাও করেছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

উড়োজাহাজের এক আরোহী দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে বলেন, ‘দরজার সামনে থাকা যাত্রীরা একে একে অজ্ঞান হয়ে পড়েন। আমি ভেবেছিলাম উড়োজাহাজটি বুঝি বিধ্বস্ত হয়ে যাবে, আর আমি মারা যাব।’

উড়োজাহাজে বেশ কয়েকজন স্কুলপড়ুয়া শিশুও ছিল। এক স্কুলশিক্ষার্থীর মা বলেন, শিশুরা ভয়ে কাঁদছিল।

ওই যুবক কেন এ কাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই যুবক মদ্যপ অবস্থায়ও ছিল না। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩