আজ বুধবার সকালে শহরের সিংহজানী খাদ্যগুদামে এই বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি এবং সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়।
বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে বোরো চালের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৪৪টাকা, বোরো ধান ৩০ টাকা, গম ৩৫ টাকা। এছাড়া চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৫৩৯ মেট্টিক টন, ধান ২ হাজার ৯৩৩ মেট্টিক টন, গম ২০৭ মেট্টিক টন।