জামালপুরে গরম থেকে স্বস্তি ও বৃষ্টির প্রত্যাশায় নেচে গেয়ে পানি ছিটিয়ে উচ্ছাস করেছেন স্থানীয়রা। শহরের মধ্য বাগেরহাটা এলাকায় এমনই এক আয়োজন করে স্থানীয়রা।
গ্রীষ্মকালে বা যখন বৃষ্টির দেখা না মিলে তখন বৃষ্টির প্রত্যাশায় নেচে গেয়ে পানি ছিটিয়ে আনন্দ উচ্ছাস করে বৃষ্টি চাওয়া অনেক পুরনো গ্রামীন ঐতিহ্য। সেই ঐহিত্যকে ধারণ করে শহরের মধ্য বাগেরহাটা এলাকায় স্থানীয়রা এই আয়োজন করে। নানান বাদ্য বাজিয়ে নেচে গেয়ে পানি ছিটিয়ে এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বৃষ্টির প্রত্যাশায় মেতে উঠে সবাই।
এসময় সবাই আল্লাহ মেঘ দে, পানি দে- বলে গান গেয়ে উঠে, ঐহিত্যাবাহী এই আয়োজনে অংশ নেয় শিশু, তরুণ, বৃদ্ধ, নারী-পুরুষ সবাই।