ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর আবু উবায়দা ইসলাম রাফি (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার ঘোষবাড়ি এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘোষবাড়ি গ্রামের আবু রায়হানের ছেলে আবু সাইদকে (১৬) আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার ঘোষবাড়ি গ্রামের রাইসুল ইসলাম রাসেলের শিশুপুত্র রাফি সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী ঘোষবাড়ি বাজারের কাছে ভ্যাকু দিয়ে মাটি কাটা দেখতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি ও মাইকিং করেও রাফির সন্ধান পায়নি। এ ঘটনায় ওইদিনই থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
মঙ্গলবার সকালে ঘোষবাড়ি বাজারের পাশে একটি ডোবার পাড়ে ওই শিশুর পায়ের জুতা দেখতে পেয়ে সেখানে খুঁজতে যায় স্বজনরা। একপর্যায়ে ডোবায় কচুরিপানার নিচে ওই শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে এবং এর সাথে কে কে জড়িত তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।