যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানার উৎপাদন।
যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান জানান, আজ সোমবার সন্ধ্যায় হঠাৎ করে কারখানার এ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে করে কারখানার সার উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সার উৎপাদন পুনরায় চালু করতে টেকনিক্যাল টিম কাজ করছে। মঙ্গলবারের মধ্যে ত্রুটি সারিয়ে সার উৎপাদন শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, দৈনিক ১৭শ’ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা থেকে কমান্ড এরিয়ার ১৮ জেলায় সার সরবরাহ করা হয়।