নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্কুলছাত্রী মুক্তি রানী বর্মন হত্যার প্রতিবাদ ও হত্যাকারী কাউছারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। শনিবার বিকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা।
বক্তারা বলেন, অতি দ্রুত এই মামলার চার্জশীট প্রদান করে কাউছারের উপযুক্ত শাস্তি ফাঁসি যেন নিশ্চিত করা হয়। একই সাথে ভবিষ্যতে মুক্তি রানীর মত এমন ঘটনা যেন কারও সাথে না ঘটে সেইদিকে পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।
সংগঠনের জেলা আহবায়ক সীমান্ত সাহা অর্কের সভাপতিত্বে ও মহানগরের যুগ্ম আহবায়ক হৃতিক চন্দ্র দে’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য ও ময়মনসিংহ জেলা সভাপতি অ্যাড. বিকাশ রায়। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটিরসহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, ময়মনসিংহ মহানগর সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দাস চন্দন, জেলার সাধারণ সম্পাদক ডা. সুজিত বর্মন, মহানগর শাখার সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, সদর উপজেলার সাধারণ সম্পাদক সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নেত্রকোনার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা এলাকায় মুক্তি রানীকে কুপিয়ে গুরুতর জখম করে কাউছার মিয়া নামে এক বখাটে। আহত অবস্থায় মুক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুক্তি রানী বর্মন উপজেলার প্রেমনগর গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে ও প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় বুধবার অভিযুক্ত কাউছারকে গ্রেপ্তার করে পুলিশ।