ময়মনসিংহ সদর উপজেলার চর নীলক্ষিয়া ইউনিয়নের সাহেবকাচারি এলাকায় কৃষকের পাকা বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ মে) ওই এলাকার বর্গাচাষী আব্দুল মোতালেব মিয়ার ৫০ শতক জমির ধান কাটেন তারা।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির হিমেল ও সদর উপজেলা শাখার সভাপতি রাজীবুল বিপ্লবের নেতৃত্বে জেলা, সদর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।
হুমায়ূন কবির হিমেল বলেন, চলতি মাসটি দুর্যোগপ্রবণ। এ মাসে অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। সেজন্য যার যার অবস্থান থেকে অসহায় কৃষকদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী আহবান জানিয়েন। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় শ্রমিক সংকটে পড়া ময়মনসিংহ সদরের বর্গাচাষী আব্দুল মোতালেব মিয়ার ৫০ শতক জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি আমরা। পুরো বোরো মৌসুমে এ কর্মসূচি অব্যাহত থাকবে।