জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের আলীর পাড়ায় দুলাল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুমকে আসামী করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুরের স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বগারচর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম। এসময় সাবেক চেয়ারম্যান এর লিচুর ছেলে জুবায়ের ইসলাম জুয়েল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মাসুম বলেন, স্থানীয় ভূমিদস্যু ও মামলাবাজ গাজী আমানুজ্জামান নিজ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আবুল কাশেম দুলাল হত্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আসামী করে বগারচার ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। সেই সাথে বগারচর ইউনিয়নের অনেক নিরীহ মানুষকেও এ হত্যা মামলায় আসামী করে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি সুষ্ঠ তদন্তের মাধ্যমে দুলাল হত্যা মামলার প্রকৃত আসামীদের গ্রেফতারের পাশাপাশি মামলা থেকে নিরীহ সাধারণ মানুষদের অব্যাহতির দাবি জানান।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বকশীগঞ্জের আলীর পাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম দুলাল নামে এক কৃষকের মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের ভাই রেজাউর করীম বাদী হয়ে বগারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুকে প্রধান করে বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুমসহ ৫২ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ মামলার প্রধান আসামী লিচুসহ ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাদেরকে জেলহাজতে পাঠায়।