জামালপুরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমাদের শাসনতন্ত্রে ক্ষমতার পৃথকীকরণ নীতি প্রতিষ্ঠা করা হয়েছে, রাষ্ট্রের তিনটি অঙ্গ স্ব স্ব দায়িত্ব পালন করবে সংবিধান অনুযায়ী এটাই কাম্য। আমাদের দায়িত্ব হল বিচার বিভাগকে গতিশীল করা, এগিয়ে নিয়ে যাওয়া। লক্ষ লক্ষ মামলার জট, আমরা চেষ্টা করছি সহনশীল পর্যায়ে মামলা নিয়ে আসার জন্য।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জজ কোর্ট প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এহসানুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোঃ মশিউর রহমান, আপীল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মোঃ শহিদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ মোঃ রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইসমত পাশাসহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
পরে আদালত প্রাঙ্গণে দুটি আমের চারা রোপণ করেন প্রধান বিচারপতি। এছাড়া বিকেলে জেলা আইনজীবী সমিতির আয়োজনে ৫ জন সিনিয়র আইনজীবীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।