ঢাকা থেকে ময়মনসিংহ পাওয়ার স্টেশনে বিদ্যুতের ৫২ কেবি ট্রান্সফরমার পরিবহনের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের চেলেরঘাট বেইলি ব্রিজ ভেঙ্গে পড়েছে। এসময় আরও একটি প্রাইভেটকার ছিল ব্রীজের উপর। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৪ জন।
ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ পাওয়ার স্টেশনে নতুন করে সংযোজনের জন্য বিদ্যুতের ৫২ কেবি ট্রান্সফরমার ৪২ চাকার লড়ি দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহে নেয়া হচ্ছিল। বুধবার সন্ধায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে খিরু নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে যায়। এসময় লড়ির পাশে থাকা একটি প্রাইভেটকারও নদীতে পরে। এতে প্রাইভেটকারে থাকা চার যাত্রী আহত হয়েছে।
পরে তাদেরকে উদ্ধার স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্য দিকে এ ঘটনায় দুই লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই লেন বন্ধ করে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেন দিয়ে চলাচলের ব্যবস্থা করেন।
সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস ও বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবুল কালাম জানান, আমরা পৌনে ছয়টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ব্রীজের মাঝ বরাবর ভেঙ্গে একটি লড়ি ও প্রাইভেটকার নদীতে পরে গেছে। এতে প্রাইভেটকারে থাকা ৪ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ৪২ চাকার ওভারলোড গাড়ি যাওয়ায় সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাটে দুটি ব্রিজের মধ্যে পুরাতন বেইলি ব্রিজটি ভেঙ্গে যায়। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে মহাসড়কের দুই লেন দিয়ে দুপাশের গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।