ঈদ মানেই আনন্দ। ঈদের সেই আনন্দকে ছড়িয়ে দিতে নিম্ন অসহায় ও সামর্থ্যহীন দেড় হাজার পরিবারের মাঝে বিনামূল্যে
ঈদ উপহার তুলে দিয়েছে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। (১৯ এপ্রিল) বুধবার বেলা সাড়ে ১১ টায় দুই দিনব্যাপী এ ফ্রি হাটের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।
সরেজমিনে দেখা যায়, আঠারবাড়ি মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল থেকে জড়ো হতে থাকেন স্থানীয় শিশু-কিশোরসহ বয়োজ্যেষ্ঠরা। বিনামূল্যে ঈদ উপহার নিতে দুই সারিতে দাঁড়ান তাঁরা। তার পাশেই ছিল বিশাল প্যান্ডেল করা ছয়টি স্টল। একেক স্টলে একেক রকম ঈদ উপহারের পসরা সাজিয়ে বসেছিলেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
ঈদ উপহার হিসেবে সেমাই, চিনির পাশাপাশি শিশু-কিশোরদের জামা-কাপড়, বেলুন, চুড়ি, মেহেদীসহ বিভিন্ন রকম কসমেটিক পণ্য। এ ছাড়াও বিভিন্ন বয়সী নারী-পুরুষদের জন্য ছিল শাড়ি-লুঙ্গি দেওয়া হয়। বিনামূল্যে এসব ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিনামূল্যে এসব ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হন মোসা. বেগম নামে এক নারী। তিনি বলেন, ‘ টেহা ছাড়া অতোগুলো জিনিস পাইয়া ঈদের মতো আনন্দ লাগতাছে। যাঁরা আমরারে এগুলো দিছে হেরার লাইগ্যা দোয়া করি’।
এ বিষয়ে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এডমিন হাবিবুল বাশার সুমন বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও ঈদের আগ মুহূর্তে সমাজের দুস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। যাঁরা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন তাঁদের প্রতিও কৃতজ্ঞ’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘যুব সমাজের এমন উদ্যোগ আমাদেরকে আশান্বিত করে। তাদের এমন মানবিক কার্যক্রম আগামী দিনে নিজেদের আরও সমৃদ্ধ করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উৎসাহিত করা হচ্ছে’।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, ‘অসহায় মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরণের কার্যক্রমে পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে’।