ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার হোমনা উপজেলার শাহ আলম (৩৮), নরসিংদীর রায়পুরা উপজেলার বিল্লাল হোসেন (২৬), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবু তাহের (৩০) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সবুজ মিয়া (২৯)।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছেন ভালুকা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন। এর আগে, রোববার মধ্যরাতে ভালুকা পৌরসভার সিটি গার্ডের এলাকা থেকে তাদের আটক করা হয়।
ওসি কামাল হোসেন জানান, ঈদ যাত্রাকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান ও টহল চলমান রয়েছে। রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সিটি গার্ডের সামনে রাস্তার ওপর ব্যারিগেড স্থাপন করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সেখানে অভিযাম চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পরে সোমবার দুপুরে মামলা দায়েরের পর বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান ওসি।