জামালপুরে ২৫ জন গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র ছানোয়ার হোসেনসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, গুণী শিল্পী ও সংগঠকদের জেলা শিল্পকলা একাডেমী সম্মননা প্রদানের মাধ্যমে সবাইকে যেমন শিল্প চর্চায় উদ্বুদ্ধ করবে, তেমনি সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার ও বিকাশ ঘটবে।
পরে সংগীত, বাদ্যযন্ত্র, নাট্যকলা, নৃত্যকলা, আবৃতি, যাত্রাশিল্প, সাংস্কৃতিক সংগঠকসহ সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে অবদান রাখায় ২০১৯, ২০, ২১, ২২ ও ২০২৩ সালের প্রতি বছরের জন্য ৫ জন করে মোট ২৫ জন গুণী শিল্পী ও সংগঠককে সম্মাননা প্রদান করা হয়।