কিছুদিন আগে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে ঘিরে এক অভিনেতার ‘রুচির দুর্ভিক্ষ’ মন্তব্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয় বিভিন্ন মাধ্যমে। এবার সেই ‘রুচির দুর্ভিক্ষ’ কাটাতে বিশাল পদক্ষেপ নিলেন হিরো আলম।
এ কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, নিজের জন্য একজন শিক্ষক রেখেছেন। তার কাছে আপাতত পড়ালেখা শিখছেন। নিজের কথায় যে আঞ্চলিকতার টান ও অশুদ্ধতা রয়েছে, তা কাটিয়ে উঠার জন্য চেষ্টা করছেন।
হিরো আলম বলেন, আমার বাড়ি দেশের উত্তরাঞ্চলের বগুড়া জেলায় হওয়ার কারণে ভাষায় আঞ্চলিকতা চলে আসে। সেটার পরিবর্তনের জন্য অনেকে পরামর্শ দিয়েছেন। আবার আমার উচ্চারণেও কিছু সমস্যা রয়েছে। এসব কাটিয়ে উঠার জন্য চেষ্টা করছি।
তিনি বলেন, সবাই বলে হিরো আলম সব পরিবর্তন করতে পারে। এটিও পারবে। তাই আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এখন দেখার পালা, আমি কতদূর পরিবর্তন আনতে পারি নিজের মধ্যে। যেহেতু আমার কথা নিয়ে মানুষের নানা সমস্যা, তাই সেটাই ঠিক করব আগে।
আলোচিত এ ব্যক্তি বলেন, আমাকে অনেকে পড়ালেখা করতে পরামর্শ দিয়েছেন, যাতে সুশিক্ষিত হই আমি। সেই পরামর্শকে গুরুত্ব দিয়ে অফিসে একজন শিক্ষক রেখে একটু একটু করে শেখার চেষ্টা করছি। কেউ কেউ আমাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথাও বলেছেন। এখন তো আর সেটি সম্ভব না। কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমি। পরিবার চালানোর জন্য কাজ করতে হয় আমাকে।
হিরো আলম বলেন, আমার কিছু দুর্বলতা রয়েছে, এটা আমিও জানি এবং বিশ্বাস করি। সেসব পরিবর্তন করলে কোনো সমস্যা হবে না। তখন আর কেউ আমাকে নিয়ে কথা বলতে পারবে না। কেউ আর রুচির দুর্ভিক্ষে পড়বে না। রুচির দুর্ভিক্ষ কাটিয়ে উঠার জন্য পড়ালেখায় মনোযোগ দিয়েছি।