রাজধানীর বঙ্গবাজারে আগুন নেভানোর সময় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। রাজধানীর বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসরাফিল গতকাল বুধবার রাতে বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বংশাল থানার পুলিশ ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ওই মামলায় গ্রেপ্তার তিনজনকে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা জাফর হোসেন বলেন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, ফায়ার সার্ভিসের সদস্যদের ওপর হামলা ও সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গ্রেপ্তার মো. রাজু, শাওন ও শাহাদতকে তিন দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের ওপর অন্যদের হামলা চালাতে দেখে তারাও হামলা চালিয়েছিলেন। ওই হামলায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এদিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক।