দৈনিক প্রথম আলোকে স্বাধীনতার চেতনাবিরোধী উল্লেখ করে এর নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তি দাবি করেছেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন করে এ দাবি করেন স্বাধীনতা সচেতন নাগরিক সমাজের বক্তারা। মানববন্ধনে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ বিশিষ্টজনরা।
মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ ঘোলা করতেই পরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করে সংবাদ প্রচার করেছে দৈনিক প্রথম আলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে হেয় করার এই অপচেষ্টার মদদদাতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, এটি সার্বভৌমত্বের ওপর আঘাত। স্বাধীনতার অবমূল্যায়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মুক্তিযুদ্ধ অস্বীকার আইন পাস করতে হবে।