1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, পাশে দাঁড়ালেন তাসরিফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে কৃষক কাশেম আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দুটি বসতঘর ও একটি গোয়ালঘর। একইসঙ্গে পুড়ে মারা যায় তিনটি গরু। এমন খবর জানতে পেরে অসহায় ওই কৃষক পরিবারের পাশে দাঁড়ান তরুণ সঙ্গীত শিল্পী ও সমাজকর্মী তাসরিফ খান।

মানবিক ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করে ফেসবুকে লাইভ করেন তাসরিফ৷ সেই লাইভের ২২ ঘণ্টার মধ্যে দুই লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করেন তিনি। এরপর গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে কাশেম আলীর বাড়িতে গিয়ে পৌঁছে দেন দুইটি দোচালা ঘর তৈরির সরঞ্জাম।

এর আগে, গত রোববার রাত ৯ টার দিকে উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের কৃষক কাশেম আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে আট সদস্যের এ পরিবারটি। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পেরে পরদিন ফেসবুক লাইভে আসেন তাসরিফ।

ক্ষতিগ্রস্থ কৃষক কাশেম আলী বলেন, তাসরিফ আমাদের জন্য দুইটি ঘর তৈরি, নগদ ১০ হাজার টাকা, কিছু পোষাক ও একটি গরু কিনে দেওয়ার ব্যবস্থা করছেন। শুক্রবার হাট থেকে গরুটিন কেনা হবে। ঘরের কাজ চলছে, দুই দিন পরই আমরা ঘরে উঠতে পারবো। তাসরিফ আমাদের জন্য আল্লাহর রহমত হিসেবে এসেছেন।

বখাটের হুমকি, উদ্ভট পরিস্থিতির মুখে পড়েন তাসরিফ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তা করতে এসে উদ্ভট পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাসরিফ খানকে। স্থানীয় নেতা পরিচয় দেয়া শুভ (১৬) নামের এক বখাটের কাছ থেকে হুমকি পান ‘কুঁড়েঘর’ ব্যান্ডের এ শিল্পী। তাকে সময় দিতে হবে ও কথা শুনতে হবে, নয়তো চলে যেতে হবে বলে হুমকি দেয় শুভ। স্থানীয় কালিরবাজার এলাকায় পৌঁছালে এমন উদ্ভট ঘটনাটি ঘটে। পরে থানা পুলিশের সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে পৌঁছান তাসরিফ।

ফেসবুক লাইভে তাসরিফ খান হুমকি দেওয়া ওই বখাটের ছবি দেখিয়ে বলেন, লালশার্ট পরা এই ছেলেটা আজ সন্ধ্যায় আমাদের সাথে যা তা ব্যবহার করলো। ছেলেটার নাম শুভ। ত্রিশালের এই ছেলেটা কতবড় নেতা আমার জানা নেই, তবে আজ কাশেম চাচাকে সাহায্য করতে গিয়ে ত্রিশালের কালির বাজার এলাকায় আমি গাড়িতে বসে মুখের ব্যায়ামগুলো করছিলাম। ছেলেটা তার বন্ধুদের নিয়ে ছবি তুলতে আসে। আমার ছোটভাই তানজীব গাড়ি থেকে নেমে তাকে বুঝিয়ে বলতে যায়, এখন ছবি তুলা যাবেনা, ভাইয়া ব্যায়াম (মুখের সমস্যায়) করছে। এই কথা শুনে ছেলেটা তানজীবকে ধমকের স্বরে বলে, ‘তার এলাকায় থাকলে নাকি তার কথা মানতেই হবে, ছবি তুলতেই হবে, এমনকি সে যা বলে তাই করতে হবে, অন্যথায় আমরা যেন এই এলাকা থেকে চলে যাই।’

এই কথাগুলো জানতে পেরে এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি চলেই যাই। যাই হোক, পরে আমি থানায় ফোন করে পুলিশের সহায়তা নিয়ে ওই এলাকায় প্রবেশ করি এবং কাশেম চাচাকে তার প্রাপ্য ঘর বুঝিয়ে দিয়ে আসি।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে সহযোগিতা করতে এসে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তাসরিফ আমাদের সহযোগিতা চাওয়ায় ওসি স্যারের নির্দেশে আমরা তাদের নিরাপত্তা দেই। তবে এ বিষয়ে তিনি কোনো অভিযোগ দেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩