ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর ১২ লাখ টাকা লুটের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুট হওয়া ১২ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে
বুধবার (২৯ মার্চ) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
পুলিশ সুপার জানান, জেলার হালুয়াঘাট উপজেলার নাগলা বাজারে মনোহারী ব্যবসায়ী মোস্তফা কামালের দোকানে কাজ করেন চাচাতো ভাই মিজবাহুল ইসলাম। গত ২৭ মার্চ দুপুরে ধারা বাজারের রূপালী ব্যাংকে ১২ লাখ টাকা জমা দিতে পাঠানো হয় মিজবাহুলকে। টাকার ভর্তি ব্যাগ নিয়ে মাহেন্দ্র দিয়ে মিজবাহুল ধারা যাবার পথে ডাকাত দল ছুরিকাঘাত করে টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ২৮ মার্চ (মঙ্গলবার) ব্যবসায়ী মোস্তফা কামাল বাদি হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন।
ওই ঘটনায় জড়িত সন্দেহে মো. ইলিয়াছ (২৭), মো. রফিকুল ইসলাম (২৬), মো. ফাহিম (২০), মো. রিপন মিয়া (২৫) ও আরাফাত হোসেন আকাশকে (২৪) আটক করে পুলিশ। তারা সবাই হালুয়াঘাটের বিভিন্ন গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে টাকা লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে দলটির সদস্যরা।
এরপর পুলিশ রিপনের কাছ থেকে একটি স্লুইচ গিয়ার চাকু, ফাহিম ও ইলিয়াসের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকার মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত একটি মোটরসাইকেলও।
গ্রেপ্তারকৃত পাঁচজনকে বুধবার আদালতে সোপর্দ করা হলে রিপন মিয়া ও আরাফাত হোসেন আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ গ্রেপ্তার ইলিয়াছ ও রিপনের বিরুদ্ধে ইতোপূর্বে অপরাধের তথ্য পায়।
পুলিশ সুপার আরও জানান, ডাকাতির ঘটনায় মোট ৮ জনের তথ্য পাওয়া গেছে। বাকি তিন সদস্য ও লুট হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।