সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৩৪ জন বাংলাদেশি ছিলেন। বাকিরা সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আজ বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মো. আরিফুজ্জামান।
স্থানীয় সময় গত সোমবার বিকেলে ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল আখবারিয়া জানিয়েছে, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। ব্রেক কাজ না করায় একটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় আহত ১৬ বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে আবহা প্রাইভেট হাসপাতালে ভর্তি আছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলার বোরহানউদ্দিনের আল আমিন, লক্ষ্মীপুরের রায়পুরার মিনহাজ, চাঁদপুরের কচুয়ার জুয়েল, মাগুরার শালিখার আফ্রিদি মোল্লা, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মো. রিয়াজ, রানা। এ ছাড়া মো. সেলিম চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন কুমিল্লার লাকসামের দেলোয়ার হোসাইন ও হোসাইন আলী। সেখানে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন মোহাম্মদ কুদ্দুস।
মাহায়েল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নোয়াখালীর সেনবাগের মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লার মুরাদনগরের ইয়ার হোসাইন ও মো. জাহিদুল ইসলাম এবং মাগুরার মোহাম্মদপুরের মিজানুর রহমান।
এ ছাড়া আসির জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন যশোরের মো. মোশাররফ হোসাইন।