বিগত পাঁচ বছরে শ্রমবাজারের সূচকগুলোতে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে। ২০২২ সালে বেকারত্বের হারের সূচক কমেছে।
বুধবার (২৯ মার্চ) শ্রমশক্তি জরিপ ২০২২ উপলক্ষে আয়োজিত প্রভিশনাল রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও জানানো হয়, শ্রমশক্তিতে কর্মক্ষম জনগোষ্ঠীর অংশগ্রহণের হারে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে এবং কর্মে নিয়োজিত বিশেষ করে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়েছে। যুব জনগোষ্ঠীর শ্রমবাজারে অংশগ্রহণ বেড়েছে। কৃষি ও সেবা সেক্টরে কর্মক্ষম জনগোষ্ঠী বেড়েছে। বর্তমানে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার।
শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী, গড় বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে পুরুষ ৩ দশমিক ৫৬ শতাংশ এবং নারী ৩ দশমিক ৬৩ শতাংশ।
২০১৬-১৭ এর তুলনায় ২০২২ এর জরিপে দেখা যায়, বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে। নারীদের মধ্যে বেকারত্বের হার কমেছে।