জামালপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং শুরু করেছে প্রশাসন।
বুধবার দুপুরে শহরের বিভিন্ন কাঁচা বাজার, মাছ, মুরগী, মাংস ও ফলের বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুলের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল জানান, সাধারণ ক্রেতারা যেন ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, ব্যবসায়ীরা যেন কোন সিন্ডিকেটের আওতায় চলে না যায় সে লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।