হ্যাঁ !” আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা শহরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
জেলা সিভিল সার্জন দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জামালপুর সিভিল সার্জন ও ডেমিয়েন ফাউন্ডেশন এবং নাটাব সহ সমমনা সংগঠনের সহযোগিতায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে সচেতনতামূলক এক শোভাযাত্রা বের হয়ে, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের এসে শেষ হয়।পরে ডাক্তার নজরুল ইসলাম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আবু আহমেদ শফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্ষ ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা, স্বাগত সাহা, উপজেলা মেডিকেল অফিসার ডা, সানজিদা হোসেন প্রাপ্তি, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল রানী রহমান, ডেমিয়েন ফাউন্ডেশনের আনিসুর রহমান, জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ, সামাজিক সংগঠন এসপিকে এর মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
এ সময় বক্তারা যক্ষা নির্মূলে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে এবং দুই সপ্তাহের বেশি কাশি হলেই হাসপাতালে গিয়ে কফ পরীক্ষা করতে হবে। যক্ষ্মা হলে ভয়ের কিছু নেই চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা আক্রান্ত শূন্যের কোঠায় নামিয়া আনার কথা বলেন ।