1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

টাকা ছাড়াই ব্যাগ ভর্তি বাজার

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

থরে থরে সাজানো নিত্যপণ্য। নান্দনিক হাটে ক্রেতা- বিক্রেতা সবাই তৈরি। ব্যাগ ভর্তি করে বাজার করতে এ হাটে লাগে না কোনো টাকা। বৃহস্পতিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি বাজার এলাকায় এমন ফ্রী হাটের আয়োজন করে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আঠারোবাড়ি রায় বাজারের পাশে একটি ফিলিং স্টেশনে আয়োজন করা হয় ফ্রি হাটের। ৭ টি স্টলে সাজানো হয় মিস্টি কুমড়া, বেগুন,আলু, টমেটো, কাচামরিচ, রসুন,পেয়াজ,ডাল, তেল, মাছ, ইফতারসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পন্য। শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুকসহ অসহায় ৬০০ পরিবারের সদস্যদের মাঝে তুলে দেয়া হয় নিত্য প্রয়োজনীয় জিনিস।

মুক্তির বন্ধন ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে প্রতি বছর ফ্রি হাটের আয়োজন করে আসছে। রমজান, ঈদ, পূজো, বড়দিনে ফ্রি হাটের আয়োজন করে অসহায় মানুষের মাঝে তুলে দেয় উপহার। বিনা পয়সায় হাট থেকে ভর্তি সদাই পেয়ে মনে বাড়ি ফেরেন অসহায় মানুষ।

হাদিস মিয়া নামে এক অসহায় বলেন, প্রতি বছরে এই হাট থেকে বিনামূল্যে বাজার পেয়ে থাকি। এক সঙ্গে এতো জিনিস নিজে কেনার সাধ্য কোনোদিন হয়নি।

জুবেদা খাতুন বলেন, আমার স্বামী নাই। আমার পোলাপানে নিজেরাই খাইত পাই নাম আমারে কইত্যে খাওন দিব। আমি এইনতে ট্যাকা ছাড়া বাজার নিয়া পেট ভইরা খাইবাম।

মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সেচ্ছাসেবক সাগর খন্দকার বলেন, আমরা চাই পুরো রমজান মাস মানুষদের বিনামূল্যে বাজার দিতে।

ফ্রি হাটের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী হাসান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আফজালুর রহমান, কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩