ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মানহীন শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ১৩০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া সকল ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ যথাযথভাবে অনুসরণ করে পণ্য বিক্রয়ের বিষয়ে সচেতনতা প্রদান করা হয় এবং লিফলেট, পাম্পলেট বিতরণ হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নিশাত মেহের এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষে নিয়মিত অভিযান চলবে বলে অবহিত করেন।