1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস বাংলাদেশিদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার

ট্রেনের ঈদযাত্রার সব টিকিট বিক্রি হবে অনলাইনে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

কাউন্টারে যাত্রীদের ভোগান্তি দূর করতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে সংস্থাটি। ঈদ উপলক্ষে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।

আজ মঙ্গলবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ‘ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর রেল ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার রেলমন্ত্রী এক সংবাদ সম্মেলনে টিকিট বিক্রির সময়সূচি এবং অনলাইনে টিকিট বিক্রির বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ঈদযাত্রায় শতভাগ অনলাইন টিকিট বিক্রির প্রক্রিয়াটি সফলভাবে বাস্তবায়িত হলে আগামী ১ মে থেকে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

‘ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত সভা সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ঈদের ট্রেন পরিচালনা করা হবে। ৭ এপ্রিল বিক্রি করা হবে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। ঈদের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে শুধু স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট দেওয়া হবে যাত্রীদের।

রেলওয়ের সূত্র বলছে, ১০ দিন আগে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়ার কারণ, কেউ টিকিট না পেলে যেন বিকল্প খুঁজতে পারে। কারণ, পাঁচ দিন আগে টিকিট বিক্রি শুরু করলে ঈদযাত্রা আর টিকিট বিক্রির মাঝখানে সময় থাকে না। তখন টিকিট না পেয়ে অনেক যাত্রী বিকল্প ব্যবস্থা করতে পারেন না।

প্রতি ঈদের সময় কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকে কাঙ্ক্ষিত টিকিট পান না। রেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার অন্তত ৩০টি এলাকায় অগ্রিম টিকিট বিক্রির কাউন্টার খোলার পরামর্শ দিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। এর বিপরীতে রেলওয়ে প্রস্তাব দেয়, ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রির। পরবর্তী সময়ে বাংলাদেশ রেলওয়ে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যৌথ সম্মতিতে এবার ঈদের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের সভায় শুধু ঈদযাত্রা নয়, স্থায়ীভাবে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির বিষয়ে আলোচনা হয়েছে বলে সভার একটি সূত্র জানিয়েছে। এ ক্ষেত্রে ঈদযাত্রার সময়টিকে পরীক্ষামূলকভাবে দেখতে চান রেলের কর্মকর্তারা। এতে যদি সফলতা আসে, তাহলে আগামী ১ মে থেকে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩