ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা-২০২৩ এর উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৫ ফেব্রুয়ারি) শনিবার ঈশ্বরগঞ্জ পৌর বাস টার্মিনাল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদউল্লাহ, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম।
সরেজমিনে দেখা যায়, প্রদর্শনী মেলায় ৩২ টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া, কবুতর, ইঁদুর, বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন।
পরে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্তি হয়।