1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভোলায় কোস্টগার্ডের সফল অভিযান ‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস

ভালোবাসা দিবসে জামাই-শাশুড়ির পালানোর ৮ দিন পরও খোঁজ মেলেনি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

ভালোবাসা দিবসে জামাই-শাশুড়ি একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনার আট দিন পার হলেও এখনো তাঁদের হদিস মেলেনি। এ ঘটনায় গত সোমবার আদালতে নালিশি মামলা করেন শ্বশুর। পরে আদালত জামাই-শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ বুধবার মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মির্জাগঞ্জে শাশুড়িকে নিয়ে জামাই পালানোর ঘটনায় মামলার কথা শুনেছেন। কিন্তু আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার কাগজ এখনো হাতে পাননি।

মামলার বাদী মুঠোফোনে বলেন, ‘আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেছি। কিন্তু আমার স্ত্রী ও জামাইয়ের কোনো হদিস পাচ্ছি না। থানায় কয়েকবার যোগাযোগ করেছি। পুলিশ কোর্ট থেকে নাকি কাগজই পায়নি।’

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলার এক ব্যক্তির বড় মেয়ের সঙ্গে অভিযুক্ত জামাইয়ের বিয়ে হয় পাঁচ বছর আগে। বিয়ের পর থেকে মেয়ের জামাতা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। শ্বশুর কাজের সূত্রে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ ফাঁকে শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান জামাই। ১৪ ফেব্রুয়ারি শাশুড়িকে নিয়ে পালিয়ে যান জামাই। এ সময় তাঁর শ্বশুর ঢাকায় ছিলেন। ঢাকা থেকে ফিরে তিনি জানতে পারেন তাঁর স্ত্রী (শাশুড়ি) জামাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন।

এ ঘটনায় সোমবার শ্বশুর বাদী হয়ে মির্জাগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী ও জামাইকে আসামি করে নালিশি মামলা করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস ওই দিনই অভিযুক্ত জামাই-শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩