জামালপুরে বেতন গ্রেড উন্নীত করাসহ ৪ দফা দাবীতে মানববন্ধন করেছে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাদরাসার সহ-সুপারগণ। রবিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও মাদরাসার সহ সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা এই মানববন্ধর কর্মসূচীর আয়োজন করে।
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও মাদরাসার সহ সুপার শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার আহবায়ক মো: রেজাউল করিমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব ফরহাদুল আলম, যুগ্ম আহবায়ক শামুসল আলম, বকশীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আল মামুনুর রশিদ সিদ্দীকি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপারগণের বেতন স্কেল ৮ম গ্রেড থেকে ৭ম গ্রেডে উন্নীত করতে হবে। জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক ও সহ-সুপারগণকে সরাসরি প্রধান শিক্ষক ও সুপার হিসেবে পদায়ন করা। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে সহকারী প্রধান ও সহ-সুপারগণকে অন্তর্ভুক্ত করতে হবে। সকল বৈষম্যের অবসান ঘটিয়ে শিক্ষাকে জাতীয় করণের দাবী জানান বক্তারা।