বিদ্যুত, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ।
আজ সকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা শাখার আহ্বায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম সাধারণ আহ্বায়ক ছাদ্দাম হোসেন, জিয়াউল হক, আলামিন হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, “সরকার জনগণের কথা বিবেচনা না করে লাগামহীনভাবে সবকিছুর দাম বাড়াচ্ছে। উন্নয়নের নামে দেশের বদলে নিজেদের দলকে সমৃদ্ধ করছে।“
এসময় বক্তারা সাধারণ জনগণের কথা বিবেচনা করে অবিলম্বে বিদ্যুত, গ্যাসসহ সকল নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান।