জামালপুরের মেলান্দহে সুরাইয়া বেগম(৫০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টুপকারচর গ্রামের গোয়ালঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সুরাইয়া বেগম ভোরে গোয়ালঘর থেকে বাইরে গরু বের করে। এ সময় স্বামী আজিজুল ফজর নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে এসে বসত ঘরের পাশের গোয়ালঘরে তার স্ত্রী সুরাইয়ার গলাকাটা মরদেহ দেখতে পান। আজিজুলের ডাক চিৎকারে প্রতিবেশীর ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মেলান্দহ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সুরাইয়ার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। গোয়ালঘর থেকে একটি রক্তমাখা কাস্তে উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আজিজুলকে থানায় আনা হয়েছে।