1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভোলায় কোস্টগার্ডের সফল অভিযান ‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস

শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাইমুর রহমান তালুকদার, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এ সময় ডিসি সাহেলা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাসে মাসে প্রতিবন্ধী ভাতা প্রদানসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম, দিশারী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, বাক প্রতিবন্ধী শিশুর অভিভাবক আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী হাসানুজ্জামান শরাফত।
আলোচনা শেষে ৮ জন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হেয়ারিং এইড মেশিন বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩