নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতিসহ ১১টি পদে জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ–সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সাধারণ সম্পাদকসহ চারটি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার এই নির্বাচন হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী খোদাদাদ খান নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আবদুর রাজ্জাক। খোদাদাদ ও রাজ্জাক দুজনেই টানা দ্বিতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
সভাপতি পদে খোদাদাদ খান ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরদার সালাউদ্দিন পেয়েছেন ১৩২ ভোট। সহসভাপতি দুটি দুটিতেই জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা। তাঁরা হলেন ময়েন উদ্দীন প্রামাণিক ও মোফাজ্জল হক। সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের আবদুর রাজ্জাক ১৫৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন পেয়েছেন ১২১ ভোট। সহসাধারণ সম্পাদক তিনটি পদের সব কটিতেই জয় পেয়েছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রার্থীরা। তাঁরা হলেন কাজী হাসানুজ্জামান, তানজিমুল হক ও আশরাফুদ্দৌলা।
আটটি সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ–সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তাঁরা হলেন রফিকুল ইসলাম মণ্ডল, এ এস এম আলতাফ হোসেন, আবু সাঈদ, শাকিল ইসলাম ও জসিম উদ্দিন প্রমাণিক। সদস্য পদে জয়ী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন মনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম ও গোলাম আজম।
এ নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী সুলতান আহমেদ। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল মজিদ। ভোট গণনা শেষে গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাঁরা নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫টি পদে দুটি প্যানেল ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৪০৫ জন ভোটারের মধ্যে ৩৯২ জন ভোট দেন।