“উন্মুক্ত হোক প্রাণের পাঠাগার” এই স্লোগান নিয়ে দীর্ঘদিন যাবত তালাবদ্ধ ও অচলাবস্থায় থাকা জামালপুর পাবলিক লাইব্রেরীকে পাঠোপযোগী ও আধুনিক তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের বকুলতলাস্থ পাবলিক লাইব্রেরীর সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা।
সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, কবি আলী জহির, রাজনীতিক আমির উদ্দিন, সংস্কৃতিকর্মী সাযযাদ আনসারী, সাংবাদিক মোস্তফা বাবুল, মোস্তফা মনজু, ফজলে এলাহী মাকাম, শিক্ষক সানিয়া সুলতানা, সমাজকর্মী রাসেল মিয়া, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ প্রমুখ।
মানববন্ধন সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিল্লোল সরকার।
এ সময় বক্তারা বলেন, জেলার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান জামালপুর পাবলিক লাইব্রেরীটি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গত কয়েকমাস ধরে বন্ধ রয়েছে। এতে করে মূল্যবান বই ও আসবাবপত্র অযত্নে অবহেলায় নষ্ট হতে চলেছে। অনতিবিলম্বে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা, লাইব্রেরীর সীমানা প্রাচীর মেরামত করাসহ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, পুরাতন বইগুলো বাঁধাই করা, নতুন বই সংগ্রহ করা, পাঠকদের আকৃষ্ট করতে নানামূখী প্রচারণা শুরু, লাইব্রেরিয়ান, পিয়নের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবি করেন বক্তারা। আগামী এক সপ্তাহের মধ্যে জামালপুর পাবলিক লাইব্রেরীটি খুলে দেয়ার দাবী জানানো হয় মানববন্ধন থেকে।
উল্লেখ্য, অনেক ইতিহাস, ঐতিহ্যের সাক্ষী জামালপুর পাবলিক লাইব্রেরীতে ৩৪ হাজার বই রয়েছে। অযত্ন, অবহেলা এবং প্রশাসনের দায়িত্ব অবহেলার কারণে বইগুলো নষ্ট হচ্ছে। মানববন্ধনে কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছাত্র, শিক্ষকসহ বইপ্রেমীরা অংশ নেন।