জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ ও স্থানীয় এমপির সহযোগি মুকুলের শাস্তির দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরিষাবাড়ী নাগরিক কমিটি।
শনিবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল জলিল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন শিবলু, সহ-সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় এমপি মুরাদের সহযোগি সাখাওয়াতুল আলম মুকুলকে সাথে নিয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছেন। সম্প্রতি মডেল মসজিদের উদ্বোধনী দিনে মুকুলের নেতৃত্বে একজন প্রকৌশলীসহ বেশ কয়েকজনকে হামলা করে আহত করা হয়। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ ও মুকুলের শাস্তির দাবি করেন তারা।
পরে বিক্ষুদ্ধ মানুষ ঝাড়ু মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।