আজ রোববার ৭২ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ নেপালের কাস্কী জেলার পোখারায় বিধ্বস্ত হয়েছে।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা এএফপিকে বলেন, ‘উড়োজাহাজে ৬৮ যাত্রী ও ৪ ক্রু সদস্য ছিল। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আমরা জানি না কেউ বেঁচে আছেন কী না।’ তিনি আরও জানান, ক্রুর মধ্যে ২ জন বৈমানিক ও ২ জন বিমানবালা ছিলেন।
ইয়েতি এয়ারলাইন্সের এটিআর ৭২ উড়োজাহাজটি পোখারা থেকে কাঠমান্ডু যাতায়াত করে।
নেপালের সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান কাস্কী জেলার প্রধান জেলা কর্মকর্তা টেক বাহাদুর কেসির বরাত দিয়ে জানিয়েছে, উড়োজাহাজটি সেতি নদীর কাছাকাছি জায়গায় বিধ্বস্ত হয়য়। তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এক টুইট বার্তায় এই দুর্ঘটনার বিষয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি নেপালের সকল সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের উদ্ধারকাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ধোঁয়া বের হচ্ছে।
হেলিকপ্টারে করে উদ্ধার দল ঘটনাস্থলে রওনা হয়েছেন। এখনও দুর্ঘটনার বিস্তারিত জানা যায়নি।