গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তীব্র শীতকে উপেক্ষা করে তুরাগতীরে সমবেত লাখো মানুষের অংশগ্রহণে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় ফজরের নামাজের পর আম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আর বাংলায় তরজমা করে শোনান বাংলাদেশের মাওলানা আব্দুল কুদ্দুস।
গত রাতে ইজতেমায় আগত আরও এক মুসল্লীর মৃত্যূ হয়েছে। তিনি হলেন সিলেটের জৈন্তাপুর থানার নূরুল হক। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে। এ নিয়ে এবারের ইজতেমায় মোট তিন জনের মৃত্যু হলো।
ইজতেমার চারপাশে চুরি-ছিনতাই রোধে সার্বক্ষণিক ২১টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। রাতে ইজতেমা ময়দানের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে সার্বিক কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি।
এ সময় আজ জুমার নামাজের সময় বাড়তি মুসল্লির চাপ সামলাতেও ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়। আগত মুসল্লিদের ৯১টি খিত্তাসহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রথম পর্বের ইজতেমার সমন্বয়করা সবকিছু সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।