সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের প্রথম দিন আজ শনিবার কিশোরগঞ্জে গণমিছিল কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
বেলা ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে মিছিলটি শহরের আখড়াবাজার মোড় থেকে বের হয়ে রথখলা ময়দানে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, এডভোকেট মো. জালাল উদ্দিন, রুহুল হোসাইন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ প্রমুখ।
এদিকে, সকাল সাড়ে ৯টায় শহরের মোরগ মহাল থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি জেলা স্মরণি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদস্য খালেদ হাসান জুম্মন, জেলা ছাত্র শিবিরের উত্তর শাখার সভাপতি মাহফুজুর রহমান, দক্ষিণ শাখার সভাপতি জুনায়েদ সাকি প্রমুখ।
কর্মসূচি শেষে ফেরার পথে সাতজনকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
গ্রেফতার সাতজন হলেন তাজুল ইসলাম, এরশাদ উদ্দিন, ওমর ফারুক, হাবিবুর রহমান, আবু সাঈদ, অধ্যক্ষ আজিজুল ইসলাম ও নূরুল ইসলাম বাবুল।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।